বেলুন ফাটলে শব্দ হয় কেন?

বেলুন ফাটলে শব্দ হয় কেন?

May 20, 2024 - 10:42 AM
 0

আমরা সবাই বেলুন চিনি। এবং এটি ফোলিয়ে থাকি। কিন্তু এইটা কি ভেবেছি যে ফোলানো বেলুন ফুটে যায় কেন?

একটা বেলুনকে ফোলাতে ফোলাতে অনেক সময়ে সে এমন একটা অবস্থায় আসে যখন আর একটা ফুঁতেই সে ফেটে যায়। কিন্তু বেলুন ফেটে গেলে শব্দ হয় কেন? এমন তো হতে পারত, ফোলাতে ফোলাতে বেলুন শেষপর্যন্ত ফেটে গেল, কিন্তু কোনও শব্দ কানে এসে পৌঁছাল না। ফেটে গেলেই যে শব্দ হয়, এর কারণ কী?

belon



শব্দ মানেই বাতাসে একটা তরঙ্গের সৃষ্টি। পুকুরে ইট ছুড়লে পানিতে যেমন ঢেউ ওঠে, তেমনি বেলুন যখন ফাটে তখনও ধাক্কা লাগে, ঢেউ ওঠে। এমনিতে ফোলানো বেলুন ভেতরের বাতাসকে বাইরের বাতাস থেকে আলাদা করে রাখছে। ফোলা বেলুনের ভেতরের চাপ বাইরের থেকে বেশি। চাপ অতিরিক্ত বেশি হওয়ার জন্য বেলুন যখন ফাটে তখন হঠাৎ বাইরের বাতাসের ওপর বেলুনের ভেতরকার বাতাসের অতিরিক্ত চাপ এসে পড়ে তরঙ্গের সৃষ্টি হয়। এই-যে তরঙ্গ হল, তা বাতাসের ভেতর দিয়ে কানের পর্দায় এসে ধাক্কা দিয়ে শব্দের অনুভূতি জাগায়।

বোমা যখন ফাটে তখন চারপাশের বাতাসের ওপরে অতিরিক্ত একটা চাপ এসে পড়ে। ফলে আগের মতোই কানে শব্দের অনুভূতি জাগে।